ঢাকা (বিকাল ৩:০৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে রক্তদানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন এমএ সাত্তার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:২৫, ১৫ ডিসেম্বর, ২০২১

ব্লাড ফর দাউদকান্দি। একটি স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন এর নাম। সংগঠনটি দীর্ঘ দিন যাবৎ আর্থ-মানবিক কাজে জড়িয়ে আছে, প্রায় হাজার হাজার অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে জীবন রক্ষা করে দাউদকান্দি পৌরসভাসহ আশপাশের উপজেলায় প্রসংশা কুড়িয়েছে এই সংগঠনটি। এই সংগঠনটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমএ সাত্তার।

সংগঠনের উদ্যোগে রক্তদানকারীদের অনুপ্রেরণা যুগাতে মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যবসায়ী এমএ সাত্তার সংগঠনের সকল সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে উন্নত মানের কিউ&কিউ হাত ঘড়ি উপহার দেওয়া হয় প্রতিজন ব্লাড ডোনারের মাঝে।

এছাড়াও এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন বিশিষ্ট ব্যবসায়ী এমএ সাত্তার, তিনি দীর্ঘ দিন যাবৎ বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়েও এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করেছেন।

যেকোনো সমস্যায় পড়ে কেউ তার কাছে গেলে কখনো খালি হাতে ফিরান নি তিনি। একটি সুন্দর পৌরসমাজ বিনির্মাণে তিনি দীর্ঘ দিন যাবৎ কাজ করে যাচ্ছেন নিরবে নিভৃতে। ক্লীন ইমেজের লোক হিসেবে তার জুড়ি নেই।

এক প্রতিক্রিয়ায় এ জনদরদী মানবিক মানুষ এমএ সাত্তার জানান, আমি চাই দাউদকান্দি পৌরসভার প্রতিটি মানুষ ভালো থাকুক। আমাকে আল্লাহ যতোদিন বাঁচিয়ে রাখবে আল্লাহর কৃপায় আমি মানুষের পাশে থেকে মানবসেবা করে যেতে চাই।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি সকলেই অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করে তাহলে এই সমাজে আর দারিদ্র্যতা থাকবে না। তাই সকল বিত্তবানরা অসহায় মানুষের পাশে থাকুক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT