দাউদকান্দিতে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি সুবিদ আলী ভূঁইয়া
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা সোমবার সন্ধ্যা ০৭:০৭, ১২ সেপ্টেম্বর, ২০২২
“মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্যে কুমিল্লা জেলার দাউদকান্দির ৭টি স্থানে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থবছরের ৩৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুর, গোমতী নদী, আব্দুল হালিম এতিমখানা মাদ্রাসা পুকুর, খানেবাড়ী জামে মসজিদ পুকুর, মালিগাও জামে মসজিদ পুকুর, গোলাপের চর আশ্রয়ন প্রকল্প পুকুর এবং রোডস এন্ড হাইওয়ে কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন; প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন-কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিনুল হাসান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আকতামুন লিন্নাস, চান্দিনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ময়েদুজ্জামান ফারুক, দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মোসাম্মদ নাজমা আক্তারসহ আরো অনেকে।