ঢাকা (সকাল ৯:৫০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock মঙ্গলবার ১২:০৬, ১৬ আগস্ট, ২০২২

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ত শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে; উপজেলা প্রাঙ্গণে সকাল ৯টায় জাতির জনকের পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ।

সকাল ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার দোনারচর গ্রামের দুটি আলোচনা সভায় অংশ নিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন স্থানীয় এই সংসদ সদস্য ।

এসময় সঙ্গে ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহ-আলম।

এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্ব্যে প্রধান অতিথির বক্তব্য দেন—স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া; বিশেষ অতিথির বক্তব্য দেন—কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ভিসি আব্দুল মান্নান, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, মডেল থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা,পরিদর্শক (তদন্ত) মো.মাকসুদ আলম, হাইওয়ে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা, যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমেদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT