দাউদকান্দিতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও কামরুল ইসলাম খান
এইচএম দিদার,দাউদকান্দি শুক্রবার রাত ১০:৪৪, ১১ মার্চ, ২০২২
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের আন্তরিকতা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজস্ব ভাবে ও সরকারের সকল সুবিধা প্রাপ্য অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন নির্দ্বিধায়।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের অসহায় গরীব হোসেন মাঝির স্ত্রী ৫ সন্তানের জননী রোকেয়া বেগম অফিসে এসে তার দুঃখের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম খানকে।
রোকেয়া বেগমের আর্থিক অনটনের কথা চিন্তা করে তাৎক্ষণিক নিজের দায়িত্ব থেকে বেশকিছু টাকা, খাদ্য সামগ্রী দিয়ে পরে তাকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেয়ার আশ্বাস দেন।
রোকেয়া বেগম জানান, নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে তার স্বামীর নৌকা দিয়ে পারাপার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাই স্যারের কাছে সহযোগিতা জন্য বাচ্চাদের নিয়ে এসেছেন। তিনি জানান এর আগে তার স্বামী হোসেনকে একটি নৌকাও কিনে দিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।
এভাবে প্রায় প্রতিদিনই অসহায় গরীব দুঃখী মানুষকে সহায়তা করে যাচ্ছেন অত্যন্ত মানবিক বোধসম্পন্ন ইউএনও কামরুল ইসলাম খান।