ঢাকা (রাত ২:০৯) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ত্রাণের চাল আত্মসাৎের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার দুপুর ০৩:১৯, ১৭ জুন, ২০২০

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:     বরিশালের বাবুগঞ্জ উপজেলার জেলেদের জন্য বরাদ্দকৃত ১৮৩ বস্তা চাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলমের বাড়ি থেকে গত ১৬ এপ্রিল জব্দ করে র‌্যাব-৮। এ ঘটনায় করা মামলায় অবশেষে মঙ্গলবার চেয়ারম্যান নূরে আলমকে গ্রেপ্তার করে পুুলিশ। এর আগে ১৬ এপ্রিল চাল মাপে কম দেওয়ার সময় দুই ইউপি সদস্য হাতেনাতে ধরা পড়েন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদন্ড দেওয়া হয়। এ খবর পেয়ে পলাতক ছিলেন চেয়ারম্যান নূরে আলম।

চাল চুরির ঘটনায় নূরে আলম ও তার ভাইসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু ঘটনার পর থেকেই সব আসামি আত্মগোপনে ছিলেন। এ কারণে কোনো আসামি গ্রেপ্তারের সফলতা পায়নি পুলিশও। তবে চাল চুরির অপরাধে নূরে আলমকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট বাজার থেকে চেয়াম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT