তীব্র গরমের পর সিলেটে বৃষ্টি
ইবাদুর রহমান জাকির,সিলেট সোমবার সন্ধ্যা ০৬:২৪, ৩১ মে, ২০২১
টানা কয়েকদিন তীব্র গরমের পর রবিবার (৩০ মে) রাত থেকেই স্বস্তির বৃষ্টি হচ্ছে সিলেটে। সোমবার (৩১ মে) দুপুর থেকে বেড়েছে বৃষ্টির বেগ। ভারি বর্ষণে তলিয়ে গেছে নগরীর কয়েকটি এলাকা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
এদিকে নগরীর বেশ কয়েকটি এলাকায় ড্রেন উন্নয়নের কাজ প্রায় শেষ। আর এর মধ্যে বর্ষার মুষলধারের বৃষ্টি। এতে নগরীর কিছু কিছু স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের নাইওরপুল এলাকা সবচেয়ে বেশি জলমগ্ন হয়ে পড়েছে। ওই এলাকার সড়ক উপচে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। এতে চরম বিপাকে পড়েন ওই এলাকার মানুষ।
কানাইওরপুলের আব্দুর জলিল বলেন, ‘বৃষ্টিতে এলাকা তলিয়ে গেছে। সামনে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিস্থিতি কি হবে, ভাবলেই আঁতকে উঠছি’।
এছাড়াও সিলেট নগরের ছড়ারপাড়, শেখঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, ভাতালিয়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।
এদিকে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, নগরের জলাবদ্ধতা নিরসনে ছড়া ও খাল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি নতুন ড্রেন নির্মাণের কাজ শেষ। এতে জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে।