ঢাকা (রাত ১১:৩০) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

তিস্তা নদীর তীর রক্ষা বাঁধ ঘেঁষে বালু উ‌ত্তোল‌ন, ব্লক পি‌সিং ধসে বসত‌ভিটা নদী গ‌র্ভে

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০১:৪৭, ২৩ জুলাই, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে কিছুটা পানি বেড়েছে তিস্তা অববাহিকায়। বাঁধের তীর ঘেঁষে বলগেট নৌকা দিয়ে বালু উত্তোলন ও পানির তীব্র স্রোতে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর এলাকায় তিস্তা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক-পিসিং ধসে গেছে।

নদীর তীরবর্তী বাঁধ ঘেঁষা আব্দুর রহমান, রওশন আরা বেগম ও শুকলাল রবিদাসসহ চার জনের বসতভিটা নদী গর্ভে চলে গেছে। এছাড়াও ভাঙনের কবলে রয়েছে বাঁধসহ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, আশ্রয় কেন্দ্র ও শতাধিক ঘর-বাড়ী।

জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর এলাকায় তিস্তা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার ব্লক-পিসিং ধসে যায়। খবর পেয়ে গত বুধবার ২০ জুলাই সকাল থেকে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিনে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ড ওই এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছেন। গত তিন দিনে প্রায় ২ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। এখনও ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানো কার্যক্রম চলমান রয়েছে।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, গত মঙ্গলবার হঠাৎ করে পানির তীব্র স্রোতে ব্লক পি‌সিংয়ের প্রায় ৬০ মিটার ধসে গেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন। বর্তমান পরিস্থিতিতে ঠুটাপাইকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ঠুটাপাইকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠুটাপাইকর জামে মসজিদ, আশ্রয়ণ কেন্দ্রসহ ঘর-বাড়ী ভাঙন ঝুঁকিতে রয়েছে।

ভাঙন কবলিত আব্দুর রহমান, রওশন আরা বেগম ও শুকলাল রবিদাস জানান, আমাদের ঘর-বাড়ীর অর্ধেক নদীতে চলে গেছে। এখন আতঙ্কে দিন-রাত পার করছি; কখন যেন মাথা গোঁজার ঠাই বাকী জায়গাটুকু নদীতে চলে যায়। বাঁধ রক্ষার জন্য ভালোভাবে পদক্ষেপ না নিলে এই এলাকার ঘর-বাড়ীসহ স্কুল, মসজিদ রক্ষা হবে না।

বলগেট নৌকা দিয়ে বালু ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ব্লক পিসিং এর কাছে নয় কমপক্ষে ৭০০ মিটার দূর থেকে বালু তোলা হয়েছে। বালু বিক্রির জন্য না, মসজিদ ও কবরস্থানের জন্য বালু তোলা হয়েছিল।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্লক পিসিং রক্ষায় আপদকালীন প্রকল্পের মাধ্যমে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, খবর পেয়ে ইউনিয়ন ভূমি সহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সেসময় বালু উত্তোলন বন্ধ ছিল বলে আমাকে জানানো হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT