ঢাকা (রাত ২:১৯) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock বুধবার রাত ১১:২৫, ২৮ অক্টোবর, ২০২০

ঠাকুরগাঁওয়ের গোয়ারপাড়ায় সুপ্রীয় জুট মিল নামে একটি পাটকলে আগুন লেগে প্রায় এক  কোটি ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি মিল কতৃপক্ষের। বুধবার দুপুরে মেশিনের ঘর্ষন থেকে এ আগুনের সূত্রপাত হয়।

পরে ঠাকুরগাঁও দমকল বাহিনীর দুইটি ইউনিট প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন  ।

সুপ্রীয় জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক বাবলু  জানান,মেশিনের  ঘর্ষনের থেকে পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। এরপর ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর  দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার চট পুড়ে গেছে।

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত করে জানা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT