ঢাকা (বিকাল ৫:১১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ট্রাক ধাক্কাই দুই স্কুল শিক্ষক নিহত

অন্যান্য ২৯০১ বার পঠিত
ট্রাক ধাক্কাই দুই স্কুল শিক্ষক নিহত
ট্রাক ধাক্কাই দুই স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:২৯, ১১ অক্টোবর, ২০১৯

আদমদীঘি, বগুড়া : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় দুই স্কুল শিক্ষক নিহত ও এক রেল পুলিশ গুরুত্বর আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াই টায় দূর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানান, পার্কে ঘুরতে একটি মোটরসাইকেলে চেপে তিন বন্ধু বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিলো। আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি সিমেন্টবাহী ট্রাক তাদের ধাক্কা দিলে বগুড়ার শেরপুরের নূরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈয়টোলা গ্রামের সোহরাব শেখের ছেলে জহুরুল ইসলাম (২৮) ঘটনাস্থলে মারা যায়। অপর বন্ধু মটরসাইকেল চালক ঈশ্বর্দী রেলওয়ে থানার আরএসবি ও আব্দুল মতিনের ছেলে মনিরুজ্জামান (২৮) গুরুত্বর আহত হয়।
আদমদীঘি থানার এসআই মিনার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ও আহত আব্দুল মতিনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT