ঢাকা (রাত ১:৩৯) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জেনে নিন চা পাতা কাজে লাগানোর ৬টি উপায়

লাইফস্টাইল ২২১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:১৬, ১৮ জুলাই, ২০২২

ব্যবহৃত চা পাতা নানা কাজে ব্যবহার করতে পারেন। রূপচর্চা থেকে শুরু করে গাছের সার হিসেবেও রয়েছে এর কার্যকর ব্যবহার।

গাছের সার হিসেবে
চা পাতা টবের গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। সার হিসেবে চমৎকার কাজ করবে।

পোশাকের গন্ধ দূর করতে
বর্ষাকালে আলমারিতে রাখা জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায়। কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ রোদে শুকিয়ে কাগজে মুড়িয়ে আলমারিতে রেখে দিন। দূর হবে গন্ধ।

ডার্ক সার্কেল দূর করতে
অনিদ্রা কিংবা মানসিক চাপে কালচে হয়ে গেছে চোখের নিচের অংশ? ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর দিয়ে শুয়ে থাকুন ১৫ মিনিট। নিয়মিত ব্যবহার করলে দূর হবে ডার্ক সার্কেল।

জুতার দুর্গন্ধ দূর করতে 
জুতায় ঘামের দুর্গন্ধ বেশ বিড়ম্বনায় ফেলে আমাদের। প্রতিদিন বাইরে থেকে এসে দুটি টিস্যু পেপারের মধ্যে চা পাতা মুড়ে সকাল পর্যন্ত জুতায় রেখে দিন। ব্যবহৃত টি ব্যাগ রোদে শুকিয়েও রাখতে পারেন। গন্ধ হবে না।

ত্বকের যত্নে
ব্যবহৃত চা পাতা আবার ফুটিয়ে ঘন লিকার তৈরি করে নিন। এই লিকারে তুলা ভিজিয়ে ত্বকে লাগান। ব্রণ ও রোদে পোড়া দাগ দূর হবে।

ঝলমলে চুলের জন্য
চা পাতা ফেলে না দিয়ে ফুটিয়ে লিকার তৈরি করুন। ঠান্ডা হলে একটি লেবুর রস মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন। চমৎকার প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT