ঢাকা (দুপুর ২:২১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জুনে এসএসসি ও আগস্টে হতে পারে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০২:৪৯, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

চলতি বছরের জুনে মাধ্যমিক (এসএসসি) এবং আগস্টে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, তা জানানো হয়নি। যদিও পরীক্ষার এই সম্ভাব্যতা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে।’ এর আগে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে সব সাবজেক্ট পরীক্ষার আওতায় আসছে না।’ তবে এখনই কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এর আগে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে এমন প্রশ্নে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছি না। কারণ সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

মন্ত্রী সে সময় বলেছিলেন, ‘দেখা যাচ্ছে আমরা একটি তারিখ ঘোষণা করলাম, পরে কোভিড সংক্রমণ বেড়ে গেলো। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সময় এলেই চলতি বছরের পাবলিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT