ঢাকা (রাত ৮:৫৭) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামায়াত শিবির দ্বারা হয়রানির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৯, ২৯ ডিসেম্বর, ২০২০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে জনসাধারণের কাছে হেয় করতে নিজস্ব বৈধ সম্পত্তিতে স্থাপনা নির্মাণে জামায়াত শিবিরের বাধা এবং বিভিন্ন হয়রানির প্রতিবাদে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তরিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বিশ্বরোড মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই ইউনিয়নের চকঝগড়ু গ্রামবাসী ও মসজিদ কমিটি।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলামের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক ইউপি সদস্য ও চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. মনিরুল ইসলাম। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের পাশে পৈত্রিক সম্পত্তিতে পূর্বের থাকা কয়েকটি দোকান ঘরের সাথে আরো কয়েকটি ঘর নির্মানের কাজ শুরু করলে হঠাৎ করেই স্থানীয় কয়েকজন জামায়াত শিবির কর্মীর উস্কানীতে নির্মাণ কাজ বন্ধ করার পাঁয়তারা শুরু করে এলাকাবাসী। যদিও এসব দোকান নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন আপত্তি করা হয়নি। এমনকি বিষয়টি নিয়ে সদর মডেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে জামায়াত শিবিরের কুচক্রী সদস্যরা।

ফলে কাজ বন্ধ রাখতে হয়। কিন্তু অতিব দুঃখের বিষয় জামায়াত শিবিরের অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধ রাখলেও সদর মডেল থানার তদন্ত কর্মকতা বিষয়টি নিরসনে গত ২৮ ডিসেম্বর সোমবার বিকেলে জমির কাগজপত্র নিয়ে সমাধানের লক্ষ্যে বসতে চাইলে তারা অনুপস্থিত থাকে। আমার জানা মতে বিষয়টি নিয়ে চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম মতিসহ অন্যান্য সদস্যরা কেউ অভিযোগ করেননি। শুধুমাত্র আসন্ন ইউপি নির্বাচনকে প্রভাবিত করতে, আমার সম্মানহানি করতে এবং আমাকে হয়রানির উদ্দেশ্যেই এলাকার চিহ্নিত জামায়াত শিবির কর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এমন অভিযোগ করেছে। আর তাই জামায়াত শিবির নেতা কর্মী আব্দুল মালেক, জহুরুল, সেমাজুল, হুমায়ন, একরামুল হুজুর ও তরিকুলসহ এলাকার অন্যান্য জামায়াত শিবির কর্মীদের এহেন ঘৃণ্য কর্মের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিট পুলিশিং সদস্য মো. হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগমসহ স্থানীয় গন্যমাণ ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT