ঢাকা (সকাল ৮:২৭) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জমির বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে ভাই খুন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার দুপুর ০২:১৫, ১৭ মে, ২০২০

শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ছালেহ আহমদের মৃত্যু হয়েছে। ১৭মে (রবিবার) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সূত্রে খবর নিয়ে জানা যায়, ১৫ মে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ছােট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়ের জেরে স্থানীয় আবদুল গফুরের নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র দল কলেজ ছাত্র আয়ুবের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে । এসময় তারা আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে । আহত কলেজ ছাত্র আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালের নিয়ে যায় । আহত ছালেহ আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । আহত ছালেহ আহমদের শারিরীক অবস্থা অবনতির ফলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT