চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
মো: জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা মঙ্গলবার রাত ০৯:৪৪, ৭ জুলাই, ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শহরে ঘুরে ঘুরে নাগরিকগনদের মাঝে মাস্ক বিতরণ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম।
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই চুৃয়াডাঙ্গা জেলা শহরসহ জেলার ভিন্ন জায়গায় মানুষ নিত্য প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে মুখে মাস্ক না দিয়েই। এতে করে লোক জন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
এসব দিক লক্ষ করে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম শহরে ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ স্থান লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন।পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে জেলার সর্বস্তরের জনগণ।