চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
মোঃ জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা বৃহস্পতিবার রাত ০৯:৪০, ১৬ জুলাই, ২০২০
“মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন”, প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ জুলাই) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম সরকার বৃক্ষরোপণ করেন, যুব উন্নয়নের ভবনের সামনে। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: সাদিকুর রহমান। চুয়াডাঙ্গার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর।