চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় ডালের চাপায় পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৮:২৮, ১২ জুন, ২০২০
মো: জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকাঁ ইউনিয়নের পাতিলা গ্রামে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গাছের ডাল কাটতে গিয়ে ডাল চাপা পড়ে মর্মান্তিক এ দুর্ঘটনার ফারুক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের অন্তর্ভুক্ত পাতিলা ফার্মা সংলগ্ন গ্রামের মোঃ আবুল (খুড়ার) ছেলে মোঃ ফারুক হোসেন (৩০) আজ সকালে গাছের ডাল কাটছে গাছে উঠে ডাল কাটতে কাটতে হঠাৎ ফারুক যে ডালে বসে ছিলো সে ডালে কাটা ডালটি পড়ে যায়,মাটিতে না পড়ে এতে ফারুক ডালের নিচে চাপা পড়ে সাথে সাথে মৃত্যু বরণ করে।
এ ঘটনার খবর পেয়ে জীবননগরে ফায়ার সার্ভিসের একটি টিম লাশটি উদ্ধার করে। লাশের মৃত্যু ঘটনাটি জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেন সাংবাদিক কর্মীদের। ফারুকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।