ঢাকা (সন্ধ্যা ৬:৩৬) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:০২, ১৬ জুন, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতরা পেশায় রাজমিস্ত্রী।

নিহত নিরাপত্তা প্রহরী বাবুল আখতার (৪৫) সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। আর আহতরা একই এলাকার ইউসুফ ও হাকিম।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী হিসেবে
কর্মরত নিহত বাবুল আখতার বারোঘরিয়া এলাকায় শ্বশুড় বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নির্মাণাধীন বাড়ির সাটারিংয়ের কাজ দেখাশুনার করার সময় লোহার রড বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এই দূর্ঘটনা ঘটে। এ সময় এই ঘটনায় ইউসুফ ও হাকিম নামে ২ জন রাজমিস্ত্রী গুরুতর আহত হলে তাদের উভয়কে নবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, নিহত বাবুল আখতার রানা এর আগে ভোলাহাট উপজেলায় আনসার ভিডিপি’র সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে সেই চাকরি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী  হিসেবে যোগদান করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT