ঢাকা (রাত ৪:৫১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ : পুনাকের তিন শত শীতবস্ত্র বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার রাত ১১:৫৮, ১৬ জানুয়ারী, ২০২৪

“আমরা আছি তোমাদের পাশে” স্লোগানে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক চাঁপাইনবাবগঞ্জ। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পুনাক সদস্যরা।

এ সময় পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আবুল কালাম সাহিদ।

 

বক্তারা বলেন, কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে শৈতপ্রবাহে রুপ নিয়েছে।

এতে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুরা রয়েছেন খুব কষ্টে। আর তাই সকলকে চলমান শৈত্যপ্রবাহে সতর্কভাবে চলাফেরা করতে আহ্বান জানানো হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে।

এ সময় পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বলেন, শীতে মানুষ যখন কষ্টে দিনাতিপাত করছে ঠিক তখনই পুনাক শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের পাশে থেকেছে। আর এরই ধারাবাহিকতায় গরীব দু:স্থ্য অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোসা. নাজমুন নাহারসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, পুনাকের শীতবস্ত্র প্রদাণ অনুষ্ঠানে ৩ শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT