ঢাকা (বিকাল ৫:২৯) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ নয় দিনের ব্যবধানে করোনায় মৃত্যু ৪

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৩১, ৩ সেপ্টেম্বর, ২০২১

একটানা নয় দিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে ৪ ব্যক্তি মারা গেছেন। আর মৃত ব্যক্তিরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

এ বিষয়ে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলাতে জেন-এক্সপার্টে ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় মারা গেছেন ৪ জন। এরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা। এদিনে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি হয়েছেন ১ জন ও ছাড়া পেয়েছেন ৩ রোগী। এ সময়ে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

ডা. জাহিদ আরও  জানান, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৪২৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৭ জন। বর্তমানে ১৭৪ জন করোনা চিকিৎসাধীন রয়েছেন। আর করোনা ডেডিকেটেড ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬ জন ও ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।

তিনি আরও জানান, গত আগস্ট মাসে মোট ৫ হাজার ৭১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এতে করে মোট ৪০৬ জন করোনাতে আক্রান্ত হন। ওই মাসে করোনা শনাক্তের হার গড়ে ৮ দশমিক ৫ শতাংশ ছিলো। আর তাই জেলায় করোনার প্রভাব কিছুটা কমলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানানোর পাশাপাশি মাস্ক ব্যবহারে জোড় দেন তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT