ঢাকা (দুপুর ১২:২৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ কৃষিপণ্য স্পেশাল ট্রেন

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার রাত ০৮:৩০, ২ নভেম্বর, ২০২৪

কম খরচে কৃষকের উৎপাদিত শাকসব্জি পরিবহনের জন্য কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু করা হলেও সপ্তাহে একদিন চলার পরই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচলকারী ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এর সুনির্দিষ্ট কোন কারন রেলওয়ে কর্তৃপক্ষ না জানালেও লোকসানের কারণে টেনটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

 

ব্যবসায়ীরা বলেন, প্রথম দিন গত শনিবার (২৬ অক্টোবর) সব্জি পরিবহনের ট্রেনটি কোন প্রকার সব্জি, ডিম ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে কেজি প্রতি ১ টাকা ৩০ পয়সা খরচ নির্ধারণ করলেও আমাদের খরচ বেড়ে যায়। কারণ, ফসলের জমি থেকে টাটকা কাঁচা শাক সব্জি ট্রাকে করে ঢাকার মোকাম পর্যন্ত পৌঁছাতে আমাদের যে খরচ পড়ে রেলে এই খরচ প্রায় ৩ টাকা পর্যন্ত বেড়ে যায়। কাজেই প্রথম দিনতো বটেই আজ শনিবারও মাঠের প্রান্তিক কৃষকরা খরচের দিকে চিন্তা করে মাঠ থেকে রহনপুর রেলওয়ে স্টেশন, ঢাকার স্টেশন থেকে মোকাম এবং উভয় স্টেশনে কুলির যে ভাড়া সব মিলিয়ে দিশেহারা অবস্থায় ট্রেনে কোন প্রকার পণ্য পরিবহনে অনাগ্রহ দেখাচ্ছে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, ট্রেনটি চালুর পর কৃষিপণ্য পরিবহনে ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নন। সেজন্য গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস উর্দ্ধোতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান।

 

প্রসঙ্গত: চলতি বছরের ২৬ অক্টোবর শনিবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার রহনপুর-ঢাকা রুটে ৩৪৬ কিলোমিটার দূরত্বে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চলাচল করার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু এ দূরত্বে ট্রেন পরিবহনে খরচ হয় ৮ লক্ষ ৯৬ হাজার ৪৩২ টাকা। আর প্রথম শনিবার এই রুটে কেবলমাত্র রাজশাহী থেকে ট্রেনটিতে ডিমের ১৫০ কেজি ফাঁকা খাঁচি বা ক্যারেট বহন করা হয়। যা থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া বাবদ আদায় করে মাত্র ৩৬০ টাকা। যাতে রেলের লোকসান হয়েছে ৮ লক্ষ ৯৬ হাজার ৭২ টাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT