ঢাকা (রাত ১১:১৭) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১৫ দিন পর বাদশাহর মরদেহ ফেরত দিল বিএসএফ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার দুপুর ০২:৩৮, ২২ সেপ্টেম্বর, ২০২০

অবশেষে দীর্ঘ ১৫ দিন পর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের গুলিতে নিহত বাদশাহর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নিকট মরদেহটি হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, গত ৫ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাদশাসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যায়। কিন্তু কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করলে দেশটির গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়।

এ সময় বাদশাহ গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। বিষয়টি জানার পর এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয় এবং পরবর্তীতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় মরদেহ ফেরত দিলে শিবগঞ্জ থানা পুলিশের মাধ্যমে বাদশাহর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT