ঢাকা (রাত ২:০১) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার সন্ধ্যা ০৬:৩৩, ২৪ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত; দীর্ঘদিনের পলাতক আসামী সুফিয়ানকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার তাকে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মনিকটার বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতার সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারকানুপুর এলাকার মৃত আব্দুর রহমান ফিটুর ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, দীর্ঘদিন ধরে অব্যাহত কঠোর গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে; র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, র‌্যাব-৮ বরিশাল সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্তাধীন একটি সমন্বিত অপারেশন দল; মঙ্গলবার দিবাগত গভীর রাত দেড়টায় বুধবার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মনিকটার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে আত্মগোপনে থাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ২০১৩ সালে একটি হত্যা মামলায়; অভিযুক্ত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত দন্ডিত পলাতক আসামী সুফিয়ানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT