ঢাকা (বিকাল ৩:২৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আইনজীবী পরিষদের মানববন্ধন                

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০৩:১১, ১৪ ডিসেম্বর, ২০২০

কুমিল্লায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, মৌলবাদীদের প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক আনোয়ার হোসেন ডলার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি মো. নাজমুল আজম, সাবেক পিপি মো. জবদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, রেজাউল আহসান রহিম প্রমুখ।

এ সময় অন্যান্যেও মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অতিরিক্ত পিপি রবিউল ইসলাম, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT