ঢাকা (রাত ৯:৫৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ব্লাড ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০১:০৩, ১২ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নে মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে; রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন। রবিবার সকালে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল অহিদ নবারনের সভাপতিত্বে; অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম রাজন ও আহাসানুল হক রনি।

রক্ত দানে সবার আগ্রহ বাড়াতে ও ইউনিয়নের অধিকাংশ নাগরিকের রক্তের গ্রুপের ডাটাবেজ তৈরীর লক্ষ্যে এই কর্মসূচী বলে জানিয়েছেন মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের সংগঠকরা।

মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের সংগঠক মোহাম্মদ মাসুম আলী ও হারুনুর রশিদ জানান,”যদি হই রক্তদাতা, জয় করব মানবতা”-এ শ্লোগানে ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের যাত্রা শুরু। রক্তদাতাদের একটি ডাটাবেজ তৈরী ও প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দিতেই; রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচী হাতে নেয়া। আগামীতেও এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখব; যাতে অন্তত সবাই নিজের রক্তের গ্রুপ নিজে জানে ও প্রয়োজনে অন্যকেও রক্ত দিতে পারে।

রবিবার দিনব্যাপী এই আয়োজনে বিনামূল্যে প্রায় ৮ শত অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের তথ্য সংরক্ষণ করে সংগঠনটির কর্মীরা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচীতে মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের মোহাম্মদ সিহাব আলী, আবু সালেক, মোহাম্মদ নাঈম ইসলাম, মোহাম্মদ আল আমিনসহ ২০ জন সদস্য দ্বায়িত্ব পালন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT