ঢাকা (রাত ৪:১১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদ ও হেরোইনসহ আটক ১

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০২:৪০, ১১ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিদেশী মদ ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

গত শনিবার দিবাগত গভীর রাত সাড়ে ১১টায় পরিচালিত অভিযানে ৪৫ বোতল মদ ও ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করে র‌্যাব।

আটককৃত যুবক জেলার সদর উপজেলার চরহরিশপুর এলাকার সুজনপাড়া গ্রামের মৃত এবরান আলী ও মৃত সেতারা বেগমের ছেলে শফিকুল ইসলাম (৩৪)।

এ বিষয়ে র‌্যাব-৫ থেকে গতকাল রোববার সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ১০ নং শাজাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শফিকুলের বসত বাড়িতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে নগদ ৪ লক্ষ ১২ হাজার ৮ শত টাকাসহ ৪৫ বোতল বিদেশী মদ ও ১৯৫ গ্রাম হোরাইন উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় শফিকুলকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল দীর্ঘদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT