ঢাকা (রাত ৩:০৪) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ও আহতের স্বজনদের পাশে বুলবুল

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০৯:৫৬, ৫ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপণ, তাদের খোঁজ খবর নেয়া ও স্বজনদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল তাদের পরিবারের পাশে নিজে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।

এ সময় তিনি নিহত ও আহত প্রত্যেক পরিবারের সদস্যদের সাথে দেখা করে স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন এবং নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে সান্তনা প্রকাশ করেন।

আর্থিক সহায়তা প্রদানের সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর অধ্যাপক মো. আমানুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মেহেদি হাসানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থিক সহায়তা প্রদান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাঁকা ঘাটে বজ্রপাতে নিহত ১৭ জনের প্রত্যেকের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা এবং আহত ১২ জনের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT