ঢাকা (সকাল ১০:২৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের হাসিনা সেতুতে একজনের মরদেহ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বেলা ১২:০৬, ১১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখ হাসিনা সেতু এলাকার একটি মাঠের মধ্য থেকে বাবুর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হচ্ছে- জেলার সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের মৃত কোরবান হোসেনের ছেলে বাবু (৩৮)।

এলাকাবাসীর বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন জানান, ধারণা করা হচ্ছে ইট দিয়ে আঘাত করে তবেই বাবুকে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে একজনকে ২৫ হাজার টাকা দেবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বাসায় আর ফিরে যায়নি বাবু। রাতে এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান করতে পারেনি পরিবারের সদস্যরা।

পরে মঙ্গলবার ভোরে সদর উপজেলার দিয়াড় অঞ্চলের মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে একটি মাঠের মধ্যে বাবুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সদর মডেল থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুর মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। তবে লাশের আশেপাশে কোন টাকা পাওয়া যায়নি।

তবে কিভাবে বাবুকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে এবং অনুসন্ধান শেষে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT