চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার দুপুর ০৩:৩১, ৬ সেপ্টেম্বর, ২০২০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
শনিবার দিবাগত গভীর রাতে মাদক চোরাচালান করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলেস্থানীয়রা জানিয়েছেন। নিহত মাদক চোরাকারবারী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপিগ্রামের রফিকের ছেলে বাদশাহ (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নিহত যুবক বাদশাহ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা দিয়ে ভারতে মাদক চোরাচালান করছিলো। এসময় ভারতের সবদেলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই বাদশাহ মারা যায়। এদিকে খোঁজ খবর নিয়ে জানা যায় নিহত যুবকের মরদেহ কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশ প্রান্তের গর্তে পড়েছিল এবং ভারতীয় ভূখন্ড থেকে বিএসএফ সদস্যদের মরদেহটি পাহারা দিতে দেখা গেছে।
তবে এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের খবর শুনেছি। খোঁজ নেয়া হচ্ছে। তাছাড়া শনিবার রাত ১২টার দিকে ভারতের অভ্যন্তরে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। জানতে পেরেছি ভারতীয় সীমানায় কাঁটা তারের বেড়ার কাছে একজনের মরদেহ পাওয়া গেছে। তবে কে মারা গেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার থেকেও আমাদের কাছে কোন অভিযাগ করা হয়নি।
বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনা সঠিক হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।