ঢাকা (বিকাল ৩:১৩) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশী 

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ০৯:৪২, ১৯ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিজ দেশ বাংলাদেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশী নাগরিক। বুধবার দুপুর ২টার কিছু পরে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। আর ফিরে আসা ২৪ জনকেই সরকারিভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকারো নির্দেশ দিয়েছেন তিনি।

বিকালে তিনি এ প্রতিবেদককে জানান, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নেয়ার জন্য বাংলাদেশের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারতে যাতায়াত করে থাকেন। কিন্তু এ বছর প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় উভয় দেশে লকডাউন ঘোষনা করা হয়। ফলে ভারতীয় ভূখন্ডে আটকা পড়েন কয়েকশ রোগি ও তাদের স্বজনরা। এদের মধ্যে আটকে পড়া ২৪ জন বাংলাদেশী উভয় দেশের সরকারি উদ্যোগে ১৯ মে বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তবে তাদের প্রত্যেককে সরকারি নির্দেশ মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান সিভিল সার্জন।

তিনি আরো বলেন, এরপরেও যারা ভারত থেকে আসবেন প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

এ সময় অন্যান্যেন মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েরা খানম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT