ঢাকা (সন্ধ্যা ৬:৫৯) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুর গণপাঠাগারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার রাত ১০:৫৬, ২৮ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয় থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও সঙ্গীত পরিবেশন করা হয়।

গৌরীপুর গণপাঠাগারের সহকারী প্রধান পরিচালক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

তিনি বলেন, আমরা যদি পাঠাগারকে গণমানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে রুচির দুর্ভিক্ষ আর থাকবে না। যারা সমাজে পাঠাগারে যাওয়ার চর্চা রয়েছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। বই কিনে কেউ দেউলিয়া হয় না।

গণপাঠাগারের নির্বাহী পরিচালক মো. আমিরুল মোমেনীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মেলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজেন্দ্র দেবনাথ, গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, প্রভাষক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক, মো. এমদাদুল হক, মো. রইছ উদ্দিন, সেলিম আল রাজ, নূরুন নঈম মনন, জাকিয়া কানন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের পরিচালক মো. হারুন মিয়া, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, ইসরাত জাহান রেখা, মাহমুদা আক্তার, নার্গিস আক্তার, কবি নুরুল আবেদিন, আবেদীন, আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT