ঢাকা (বিকাল ৩:২৮) মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে বিনামূল্যে চক্ষু শিবির

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার রাত ০৯:৫৫, ১৪ ডিসেম্বর, ২০২৪

ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে সাইটসেভার্সের অর্থায়নে ময়মনসিংহের গৌরীপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে হিজড়া সম্প্রদায়, সুইপার, প্রতিবন্ধী ও দারিদ্রপীড়িত ও বঞ্চিত মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

চক্ষু শিবিরে ২২৫জনকে বিনামূল্যে চিকিৎসাপত্র-ওষুধ, ৯০জনকে বিনামূল্যে চশমা প্রদান ও ১৩জনের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মোকছেদুর রহমান জুয়েল। চোখের প্রাথমিক স্বাস্থ্য ও সুচিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনোভা।

আরও বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আনোয়ার হোসেন, এনএম মনিরুজ্জামান, অনিক হাসান, হিজড়াদের সংগঠন আশার আলো সংগঠনের সভাপতি পিংকী সরকার প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT