গোমস্তাপুরে অস্ত্র ও মাদক উদ্ধার, যুবক আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন শুক্রবার রাত ১০:০৩, ৫ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (৩ জানুয়ারী) জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর এলাকা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয় র্যাব।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, বসত বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি
মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ১২টায় জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর এলাকায় একটি বিশেষ অপারেশন পরিচালনা করে। এ সময় একরামুলের বসত বাড়ি তল্লাশি করে ঘরের প্রবেশ দ্বারে থাকা খড়ের মাচার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তি পালাতে সক্ষম হলেও আটক করা হয় সামিনকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সামিন নিজেকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং উদ্ধারকৃত ওয়ান শুটারগান এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বরে দাবী করে।
এ ঘটনায় জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।