ঢাকা (সকাল ৮:৫৭) রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধা-৫: নৌকার প্রার্থী ছাড়া সব মনোনয়নপত্র বাতিল-স্থগিত

আসাদ খন্দকার প্রতিবেদকঃ আসাদ খন্দকার Clock প্রকাশের সময়ঃ রবিবার রাত ১০:০১, ৩ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনিতসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছিলেন। এর মধ্যে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর স্থগিত রয়েছে ৪ জনের এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

রোববার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসম ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিত রসুল। নির্বাচনী বিধি মোতাবেক মনোনয়নপত্রে দ্রুটি পরিলক্ষিত হওয়ায় ওইসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগতি করা হয়েছে।

 

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT