ঢাকা (দুপুর ২:৪২) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা, ককটেল বিষ্ফোরণে আহত ২

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার সন্ধ্যা ০৬:৪৮, ২১ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার পিটিআই মোড়ে দুই গ্রæপের মধ্যে ঘটিত সংঘর্ষে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি মটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত হয় দুইজন কিশোর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

দুই গ্রুপের সংঘর্ষে আহতরা হলেন- পিটিআই বস্তি এলাকার ফারুক আলীর ছেলে রাজ হাসান (১৫) এবং চাঁদলাই এলাকার রফিক আলীর ছেলে জলিল (২৪)।

 

প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মহানন্দা ব্রীজ সংলগ্ন ডা. আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে পিটিআই মোড় এলাকায় চাঁদলাই এলাকার ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে রাজ ও জলিল নামে দুই কিশোর আহত হয়। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, রাতে পিটিআই এলাকায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চলমান রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT