কুড়িগ্রামের উলিপুরে বিজয়কাব্যে নামের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম বুধবার বিকেল ০৫:৩৭, ২৯ জুলাই, ২০২০
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের রনাঙ্গনের স্মৃতিচারণ মূলক বক্তব্য সম্বলিত “বিজয়কাব্য” নামের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে “বিজয়কাব্যে”র মোড়ক উম্মোচন করেন মুক্তিযুদ্ধ কালীন সময়ের ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ও চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায়
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,এছাড়া অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা, রবিউস সামাদসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির এর সম্পাদনায় প্রকাশিত এ কাব্যে উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৩’শ৬০ জন মুক্তিযোদ্ধার রনাঙ্গনের যুদ্ধে স্মৃতিচারণ মুলক বক্তব্য স্থান পায়।