ঢাকা (সন্ধ্যা ৬:২৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুষ্টিয়ায় রিক্সা চালকের জবাইকৃত ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১১:১০, ২২ সেপ্টেম্বর, ২০১৯

রফিকুল ইসলাম, কুষ্টিয়া : রবিবার সকালের দিকে কুষ্টিয়া শহরতলীর হাউজিং ডি-ব্লক এলাকার চাঁদাগাড়া মাঠের রাস্তার পাশ্ববর্তী স্থান থেকে জুয়েল হোসেন (৩৫) নামের এক রিক্সা চালকের জবাই করা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

নিহত জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাজ গ্রামের মিলন হোসেনের ছেলে।

নিহত জুয়েলের স্ত্রী পপি খাতুন জানান, প্রতিদিনের মতো তার স্বামী জুয়েল শনিবারও ভাড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রিক্সা নিয়ে বের হয়। রাতে বাড়ী না ফিরলে তাকে রাতভর অনেক খুঁজাখুজি করেও পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত সন্জয় কুমার জানান, রবিবার সকাল ৬টার দিকে চাঁদাগাড়া মাঠের রাস্তার পাশে ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কুষ্টিয়া মডেল থানায় খবর দিলে আমরা এসে জুয়েলের লাশ এবং তার পাশে পড়ে থাকা হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করি। নিহত জুয়েলের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এবং কে বা কারা জুয়েলকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে আসামীদের গ্রেফতার করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT