কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে একজন যোগ্য হেভিওয়েট সদস্য প্রার্থী রেইন
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার সন্ধ্যা ০৭:২৩, ১৩ সেপ্টেম্বর, ২০২২
বেজে ওঠছে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের দামামা। এই নির্বাচনে দাউদকান্দি থেকে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য কুমিল্লা উত্তর জেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক ও একজন জনবান্ধব মানুষ হিসেবে ইতিমধ্যে নিজের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন বিপাকে পড়া মানুষদের জন্য। সর্বমহলে আলোচিত তার নাম।
করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য আর্থিক ও খাদ্যসামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
দাউদকান্দি পৌরসভার হাসানপুর গ্রামের এক বনেদি পরিবারে তার জন্ম। দাদা মরহুম আব্দুস সামাদ ছিলেন এই বৃহত্তর দাউদকান্দি উপজেলার একমাত্র দানবীর ব্যক্তি ও সমাজ সেবক।
বাবা মরহুম ইউসুফ জামিল বাবু ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ এর সাবেক সফল চেয়ারম্যান। এই এলাকার রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি ছিলেন ব্যাপক সমাদৃত ও জননন্দিত।
তার অগ্রজ নাইম ইউসুফ সেইন টানা দুবারের জনবান্ধব সফল দাউদকান্দি পৌরসভার মেয়র হিসেবে সর্বমহলে ব্যাপক প্রসংশিত।
পৌরসভা মেয়রের সুযোগ্য অনুজ নাছিম ইউসুফ রেইন এবার জেলা পরিষদ নির্বাচনে দাউদকান্দি উপজেলা(৩ নং ওয়ার্ড) থেকে সদস্য প্রার্থী হতে যাচ্ছেন। তাকে নিয়ে চলছে এবার চমকপ্রদ হিসেব নিকেষ।
বিভিন্ন হিসেবে নিকেষে বুঝা যায় এই নির্বাচনে তিনি একজন সার্বজনীন সমাদৃত ও নন্দিত একজন হেভিওয়েট প্রার্থী।
তাকে এই নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের মাঝেও এক ধরনের উৎসব বিরাজ করছে।
ক্লীন ইমেজখ্যাত তরুণ এই রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের করবেন শুনে; সর্বত্রেই তাকে নিয়ে পজিটিভ বাতাস বইছে।
তবে রাজনৈতিক পরিস্থিতি ও ভোটের হাওয়া অনুকূলে থাকলে; প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের খুব সহজে কপোকাত করে; জেলা পরিষদ সদস্য পদে নাছিম ইউসুফ রেইন বিজয়ী হবেন বলে কিছু কিছু মহল ধারণা করছেন।
উল্লেখ্য, আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।