কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন পত্নীতলা আঞ্চলিক শাখার মতবিনিময় অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ০৩:৪৩, ৮ জুন, ২০২০
গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরবর্তী সংকটাপূর্ণ অবস্থায় নওগাঁর পত্নীতলা উপজেলা বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন আঞ্চলিক শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ঘটিকার সময় আলহেরা একাডেমি স্কুল চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে পত্নীতলা কিন্ডারগার্টেন
এ্যাসোসিয়েশনের সভাপতি মালঞ্চ কিন্ডারগার্টেন এর পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মৌসুমি।
বিদ্যানিকেতন এর পরিচালক এরফান আলী, মহাদেবপুর এ্যাসোসিয়েশনের সভাপতি মহাদেবপুর নজরুল, প্রি-ক্যাডেট একাডেমি’র আইনুল ইসলাম, ধামইরহাট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি, ধামইরহাট মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আফজাল হোসেন, সাধারন সম্পাদক, আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর পরিচালক মহব্বত হোসেন, সাপাহার কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মতিউর রহমান, সাধারণ সম্পাদক সাপাহার ক্যাডেট একাডেমি’র পরিচালক প্রধান শিক্ষক গোলাপ খন্দকার, বদলগাছী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি ইকরা শিশু নিকেতন এন্ড হাইস্কুলের পরিচালক এইচ এম আব্দুস সবুর(রুবেল) প্রমুখ।
এসময় বক্তারা বলেন সরকারি নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেন বিদ্যালয় গুলো খোলা হবে তবে করোনা মহামারিকালে বিদ্যালয় গুলো অর্থনৈতিক ভাবে যে ক্ষতিগ্রস্ত এতে করে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতেছে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা এবংপ্রধানমন্ত্রীর কাছে বিশেষ প্রণোদনা চেয়ে এবং বিদ্যালয় গুলোর কিছু ক্ষতি পুষিয়ে যেন আবার শিক্ষাঙ্গনে অগ্রণী ভূমিকা
রাখতে পারে।