ঢাকা (দুপুর ২:৪৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কর্মসৃজন কর্মসূচির প্রকল্পের শ্রমিক দিয়ে টাকার বিনিময়ে মাটি ভরাট করার অভিযোগ  

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩৫, ৪ মে, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ৪০দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে ইউপি সদস্যর বোনের বাড়িতে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, শ্রমিকদের জোরপূর্বক ইউপি সদস্য মন্জু মিয়া চাচাতো বোনের বাড়িতে দুইদিন ধরে মাটি ভরাট করছেন।ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কালুডাঙ্গা দেওয়ানী পাড়া এলাকায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্ষার মৌসমের পূর্ব মুহুর্তে গ্রামীণ অবকাঠামো রাস্তা ঘাট মেরামত করার জন্য সরকার কর্মসৃজন কমসূচি প্রকল্প চালু করেন। কিন্তু গুনাইগাছ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদ্যস্য মন্জু মিয়া আগামী নিবার্চনে ভোটারদের মন রক্ষায় ও টাকার বিনিময়ে কয়েকদিন ধরে মানুষের বাড়ি, উঠান, পুকুর পাড় ভরাট করে আসছেন।এরই অংশ হিসেবে ওই ইউনিয়নের কালুডাঙ্গা দেওয়ানীরপাড় এলাকার রাকিবুল ইসলামের (চাচাত ভগ্নিপতি) উঠানে গত দুদিন ধরে ৯ জন শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ করছেন।

এ বিষয়ে ইউপি সদস্য মন্জু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা জানান, এখনি ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে কাজ বন্ধ করে দেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT