ঢাকা (সকাল ৮:২০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কক্সবাজার-টেকনাফ সড়কে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্যের মৃত্যু, আহত-১

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock সোমবার রাত ১০:৪১, ৪ জানুয়ারী, ২০২১

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা র‍্যাব১৫ এর সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও র‍্যাবের আরেক সদস্য।

সোমবার ( জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজারটেকনাফ সড়কের উখিয়ার পালংখালী, খেদার খোলা নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখি ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় লাগে।

এতে র‍্যাবের সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে গয়ালমারা এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার র‍্যাব১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, হোয়াইক্যংয়ের র‍্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র‍্যাব সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম এএসআই কাউসারকে ট্রাক ধাক্কা দেয়। এতে লেন্স নায়ক তরিকুল ইসলাম মারা যান। অপর সদস্য কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT