ঢাকা (রাত ৪:১৫) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কক্সবাজারে পর্যটককে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০২:৪০, ২৭ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ ডিসেম্বর) মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত ধর্ষণকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয়।

এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত আসামিও রয়েছেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, আশিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ নানা অপরাধে ১৬টির বেশি মামলা রয়েছে। এর এক মামলায় গত ১ ডিসেম্বর জামিনে কারাগার থেকে বের হন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩ জনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মূল আসামিরা হলেন আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়, রিয়াজ উদ্দিন ছোটন ও বাবু।

এর আগের রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের এক মার্কেটে ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে এক যুবকের ধাক্কা লাগে। এ ঘটনায় স্বামী ও সন্তানসহ ওই নারীকে পর্যটন গলফ মাঠের সামনে নিয়ে যান কয়েকজন যুবক। পরে স্বামী ও সন্তানকে আলাদা করে তাকে অটোরিকশাযোগে মাঠের পেছনে নিয়ে যান তারা। এরপর সেখানকার একটি ঝুপড়ি ঘরে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

এক পর্যায়ে ওই নারীকে কক্সবাজারের মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন-এ নিয়ে যান যুবকরা। এরপর হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষে দ্বিতীয়বার তাকে ধর্ষণ করেন তারা। ৯৯৯-এ তার ফোন পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে সেখান থেকে উদ্ধার করে র‌্যাব। পরে ভুক্তভোগী নারীর তথ্যের ভিত্তিতে পর্যটন গলফ মাঠ থেকে তার স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয়।

আবাসিক হোটেলটির সিসিটিভি ফুটেজ এই ঘটনার সত্যতা মেলে। পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার দেয়া হয় ট্যুরিস্ট পুলিশকে। এরপর আসামিদের ধরপাকড়ে অভিযান শুরু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT