ঢাকা (সকাল ৭:১৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ককটেল বিস্ফোরণেই প্রাণ হারালো আ.লীগ সমর্থক ককটেল নির্মাতা সুরুজ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার রাত ১১:৫৬, ২২ ডিসেম্বর, ২০২৪

অবশেষে ঝলসিত মুখমন্ডল নিয়েই চিকিৎসারত অবস্থায় মারা গেছে চাঁপাইনবাবগঞ্জের ককটেল নির্মাতা হাফিজুর রহমান সুরুজ। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন জানান, গত ১৩ ডিসেম্বর শুক্রবার ছাদে শুকাতে দেয়া ককটেল ব্যাগে ভরার সময় বিকেলে বিস্ফোরণে গুরুতর আহত সুরুজ রাজশাহী মেডিকেল কলেজ-রামেকের অর্থোপেডিকস বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। কিন্তু রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস নিশ্চিত করেন যে, ১৫ ডিসেম্বর রবিবার ছাড়পত্র না নিয়ে রামেক থেকে পালিয়ে যায় সে।

 

তিনি আরো বলেন, এরপর তার পরিবার পলাতক সুরুজকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে আরো উন্নত চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সন্ধ্যায় মারা যায় ককটেলের কারিগর সুরুজ। সেখানেই তার মরদেহের ময়নাতদন্ত করা হবে। তবে মৃত্যুর ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, চলতি মাসের ১৩ ডিসেম্বর শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামের মৃত ভাদু শেখের ছেলে আওয়ামী লীগ সমর্থক ককটেল কারিগর মৃত হাফিজুর রহমান সুরুজ ব্যবহারের জন্য অনেক আগে তৈরী করে রাখা বেশ কয়েকটি ককটেল বাড়ির ছাদে রোদে শুকাতে দেন।

পরে ওইসব ককটেল তিনি সংরক্ষণের জন্য ব্যাগে করে নেয়ার চেষ্টা করলে বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল। এতে তার মুখসহ শরীরের অনেকাংশ ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখান থেকে পালিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলে সেখানই সে মারা যায়। এর আগে ককটেল বিস্ফোরণের আলামত পানি দিয়ে ধুয়ে-মুছে সাফ করে ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT