ঢাকা (সকাল ৬:৩৩) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঐতিহাসিক ৭ই মার্চ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করল সিলেট জেলা পুলিশ

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock রবিবার রাত ১১:২৪, ৭ মার্চ, ২০২১

ঐতিহাসিক ৭ ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করল সিলেট জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (৭ মার্চ) বিকাল ৩ ঘটিকায় পুলিশ লাইনস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি শামছুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন পিপিএম,সিলেট মহানগর আয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,বীর মুক্তিযাদ্ধা শুভ্রত চৌধুরী জুয়েল,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী।

এছাড়া অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধাগন সহ ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম,শাহীনুল আলম খান,জেদান আল মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অথিতি পুলিশ লাইনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।এসময় জেলা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: মাহবুবুল আলম বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১০ই জানুয়ারী সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উদ্ভোধন করতে গিয়ে পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। জননিরাপত্তা ও জনকল্যান নিশ্চিত করতে পুলিশের সকল স্থরে বঙ্গবন্ধুর নির্দেশনা সমুহ অনুসরন করার আহ্বান জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT