ঢাকা (সকাল ১১:০০) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১৯ জুন থেকে

শিক্ষাঙ্গন ২২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:৩৬, ২৮ এপ্রিল, ২০২২

আগামী ১৯ জুন থেকে শুরু হবে ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা। ওইদিন থেকে শুরু হবে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা। শেষ হবে জুলাইয়ে। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার (২৭ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের সই করা সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে আসন নিতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

উল্লেখ্য, সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও, করোনাভাইরাস মহামারির কারণে এ বছর তা পিছিয়ে দেওয়া হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT