ঢাকা (রাত ৯:৪২) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

এপিপি গোপাল চন্দ্র দত্তের আইন পেশায় ২৫ বছর পূর্তিতে সংবর্ধনা প্রদান

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার দুপুর ০১:৪৬, ৩০ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোপাল চন্দ্র দত্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনের এক যুগ ও আইন পেশার ২৫ বছর পূর্তি উপলক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে আইনজীবী সহকারী শেডে বড়লেখা আদালতের আইনজীবী সহকারীবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

জ্যেষ্ঠ আইনজীবী দীপক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাকিম (ম্যাজিস্ট্রেট) হরিদাস কুমার।

আইনজীবী সহকারী মোহাম্মদ জাফর আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এপিপি গোপাল চন্দ্র দত্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরী, আইনজীবী ইয়াছিন আলী, শৈলেষ চন্দ্র রায়, আফজাল হোসেন, সুব্রত কুমার দাস, সিলেট জেলা বারের সহ সাধারণ সম্পাদক খন্দকার সাইফুর রহমান রানা, আইনজীবী বিমল এল গিরি প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবী সহকারী আলীম উদ্দিন ও রুবেল আহমদ।

এ সময় জ্যেষ্ঠ আইনজীবী সহকারী আং রাজ্জাক, আব্দুর রহমান, মোস্তফা উদ্দিন বাদল, রাজিব আহমদ, জয়নাল আবেদীন, ছমির উদ্দিন, মামুনুর রশীদ, পরেশ চন্দ্র দেবনাথ, মো. সাজু, সাইফুর রহমান, সাকিব আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এপিপি গোপাল চন্দ্র দত্তের হাতে মানপত্র, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT