ঢাকা (সকাল ১০:১১) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ২১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা প্রদান

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪৯, ১ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত; ২১১জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে; বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার আয়োজনে; অনুষ্ঠিত বিদায়ী সম্বর্ধনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার।

ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুক।

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বজরা এল কে আমিন ডিগ্রি কলেজর অধ্যক্ষ আহসান হাবিব রানা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড উলিপুর শাখার এফএভিসি এন্ড ম্যানেজার শফিকুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পান্ডুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, আলী আহমেদ, ইউনুস আলী প্রমুখ।

এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীগণকে ক্রেস্ট, একটি ছাতা ও একটি হ্যান্ড ব্যাগ প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT