ঢাকা (ভোর ৫:৩৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ২টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার রাত ০৯:৪২, ২৪ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ২টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের তত্ত্বাবধানে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

রাস্তা ২টি হলো, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর বামনের হাট ফেডারেশনের সামন হতে তেতুলতলা বাজার পর্যন্ত ৩.৩৩০ কিলোমিটার ও হাতিয়া ইউনিয়নের দাঁড়ারপাড় সবদুলের হতে মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকার মাথা পর্যন্ত ৩.৪১১ কিলোমিটার রাস্তা এইচবিবি করণ।

রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, পার্থ সারথী সরকার, ধরণীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT