ঢাকা (রাত ৪:৫৪) মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে স্মার্টফোন হা‌রি‌য়ে দুই সন্তা‌নের জননীর আত্মহত‌্যা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০১:৫৩, ৩১ জুলাই, ২০২১

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে স্মার্টফোন হারি‌য়ে ফেলার অ‌ভিমা‌নে হাওয়ানুর বেগম (২৭) না‌মে এক গৃহবধু ফাঁসি‌তে ঝু‌ঁলে আত্মহত‌্যা ক‌রে‌ছে। শুক্রবার (৩০ জুলাই) দুপু‌রে উপ‌জেলার থেতরাই ইউ‌নিয়‌নে দ‌ড়ি‌কি‌শোরপুর গ্রা‌মের এ ঘটনা ঘ‌টে। নিহত হাওয়ানুর ওই এলাকার আবু সিদ্দিক(কসাই) এর স্ত্রী।

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, গত ১০ বছর পূ‌র্বে ওই এলাকার নজরুল ইসলা‌মের মে‌য়ে হাওয়ানু‌রের সা‌থে প্রতিবে‌শি জহুরু‌দ্দি‌নের পুত্র আবু সি‌দ্দিকের বি‌য়ে হয়। হাওয়ানুর বেগম দুই কন‌্যা সন্তা‌নের জননী। গত এক সপ্তাহ আ‌গে সি‌দ্দিক হাওয়ানুর বেগম‌কে এক‌টি স্মার্ট ফোন কি‌নে দেন। এর ৩-৪ দি‌নের মাথায় হাওয়ানু‌রের মোবাইল ফোন‌টি হা‌রি‌য়ে যায়। ফোনটি হা‌রি‌য়ে যাওয়ার পর থে‌কে মান‌সিকভা‌বে ভে‌ঙে প‌ড়েন তি‌নি।

এরই জের ধ‌রে শুক্রবার দুপু‌রে শয়ন ঘ‌রের ভেতর থে‌কে দরজা লা‌গি‌য়ে ফাঁসি‌তে ঝু‌ঁলে আত্মহত‌্যা ক‌রেন ব‌লে জানান তারা। খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে গৃহবধুর স্বামী আবু সি‌দ্দিক, দেবর নয়ন মিয়া, খা‌য়ের আলী, আবুল কালাম, ননদ শাহানুর বেগমকে জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নি‌য়ে আ‌সে পু‌লিশ। হাওয়ানুর বেগম আ‌গে থে‌কে মান‌ষিক ভারসাম‌্যহীন ‌ছি‌লেন ব‌লেও জানান এলাকাবাসী।

উ‌লিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) রুহুল আ‌মিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তদন্ত সা‌পে‌ক্ষে প্রকৃত ঘটনা উদঘাট‌নের চেষ্টা চল‌ছে।এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী আবু সি‌দ্দিকসহ ৫ জন‌কে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নি‌য়ে এ‌সে‌ছে পু‌লিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT