উলিপুরে পুলিশ কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার সন্ধ্যা ০৭:১২, ৫ জুলাই, ২০২২
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বন্যা কবলিত ৫টি ইউনিয়নে; ১৭৫০ প্যাকেট ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে বাংলাদেশে পুলিশ কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে; বজরা ইউনিয়নের আই বাঁধে ১০০ ও জেলা পুলিশের সার্বিক সহায়তায় হাতিয়া, বুড়াবুড়ি, বেগমগঞ্জ, সাহেবের আলগায় ইউনিয়নে, ১৬৫০ জন দুস্থ বন্যা দুর্গত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, উপ পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিটি প্যাকেজে ছিল চিড়া, চিনি, বিস্কুট, গুঁড়ো দুধ, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই, খাবার প্লেট ও গ্লাস।