ঢাকা (রাত ৮:২৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উ‌লিপু‌রে টাউন হল মি‌টিং অ‌নু‌ষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ০৯:১৫, ১ আগস্ট, ২০২২

কু‌ড়িগ্রামের উ‌লিপু‌রে কো‌ভিড-১৯ প্রতি‌রোধে ঝু‌ঁকি নিরুপণ, যোগা‌যোগ জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগা‌যোগ জোরদারকরণ; কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে টাউন হল মি‌টিং অ‌নুষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার বেলা ১১টায় ইউ‌নি‌সে‌ফের স‌হযো‌হিতায়, দি হাঙ্গার প্রজে‌ক্টের বাস্তবায়‌নে উপ‌জেলায় স্বাস্থ‌্য কম‌প্লেক্স হলরু‌মে এ মি‌টিং অনু‌ষ্ঠিত হয়।

সুশাস‌নের জন‌্য নাগ‌রিক (সুজন) এর উলিপুর শাখার সভাপ‌তি মু‌ক্তি‌যোদ্ধা গোলাম মোস্তফার সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন. উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, উপ‌জেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, উ‌লিপুর মহারা‌ণী স্বর্ণময়ী স্কুল এন্ড ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার।

এছাড়াও সুশাস‌নের জন‌্য নাগ‌রিক (সুজন) এর উলিপুর শাখার সাধারণ সম্পাদক নূ‌রে আলম সি‌দ্দিকী, সহকারী শিক্ষা অ‌ফিসার নি‌খিল চন্দ্র রায়, ইছাহাক আলী, একা‌ডে‌মিক সুপারভাইজার নূ‌রে ই আলম সি‌দ্দিকী, সহকা‌রি সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, জেলা সমন্বয়কারী খন্দকার রা‌শেদুল আনম অপু, আইএস‌পি গোলাম হক্কানী রা‌ব্বি, স্বেচ্ছা‌সেবক মাসুম ক‌রিম, সাংবা‌দিক, সুশীলসমাজ, স্বাস্থ‌্য, সমাজ‌সেবা, শিক্ষা অ‌ফি‌সসহ বি‌ভিন্ন স্তরের লোকজন উপ‌স্থিত ছি‌লেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT